ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
লক্ষ্মীপুরে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা প্রতীকী

লক্ষ্মীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার ৪টি আসনে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৮ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এবং উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।  

জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র দাখিল করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১৩ জন।

তারা হলেন- তরিকত ফেডারেশন থেকে আওয়ামী লীগের আনোয়ার হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা মাহবুবুল আলম, জাকের পার্টি থেকে তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব বর্তমান এমপি লায়ন এম এ আউয়াল, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন তুর্কি, জেএসডির এম এ গোফরান, জাতীয় পার্টির জাকির হোসেন পাটোয়ারী, বিএনএফের সিরাজ মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, এনএনপির মোশারেফ হোসেন, জাতীয় পার্টি নেতা আলমগীর হোসাইন ও বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ১২ জন। তারা হলেন- জাতীয় পার্টির জেলা সভাপতি ও বর্তমান এমপি মোহাম্মদ নোমান, বিএনপির জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য আবুল ফয়েজ ভূঁইয়া টিটু, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিকল্প ধারার শাহ আলম বাদল, জাতীয় পার্টির নেতা শেখ মোহাম্মদ ফায়িজ উল্ল্যাহ শিপন, ইসলামিক ফ্রন্টের মো. হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলনের শাহজাহান পাটোয়ারী, জেএসডির এম এ ইউছুফ ও স্বতন্ত্র প্রার্থী মো. শহীদ ইসলাম পাপুল।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১১ জন। তারা হলেন- আওয়ামী লীগের পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ এম এ সাত্তার, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, গণফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আওম শফিক উল্যা, বাংলাদেশ জাতীয় পার্টি নুর মোহাম্মদ, এনডিএমের মোহাম্মদ উল্যা, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইব্রাহীম ও জাসদের এম এ ইউছুফ ভূঁইয়া।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ১০ জন। তারা হলেন- বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, আওয়ামী লীগের বর্তমান এমপি মোহাম্মদ আব্দুল্লাহ, ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, বাংলাদেশ জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, বাসদের মিলন কৃষ্ণ মন্ডল, ইসলামী আন্দোলনের শরীফুল ইসলাম ও স্বতন্ত্র মাহমুদা বেগম।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।