ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাহালু উপজেলা চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
কাহালু উপজেলা চেয়ারম্যানসহ ৬ জন কারাগারে

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা তায়েব আলীসহ জামায়াতের ৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।

বিকেলে মাওলানা তায়েব আলীর আইনজীবী আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

মাওলানা তায়েব আলী ছাড়া অপর আসামিরা হলেন- কাহালু পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল মোমিন, ফখরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও রেজওয়ান।

কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের দায়ের করা মামলায় জামিন নিতে তারা আদালতে হাজির হন। পরে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

সংশিষ্ট সূত্র জানায়, গত ২ অক্টোবর রাতে কাহালু উপজেলা আওয়ামী লীগের অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরেরদিন ৩ অক্টোবর এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৪২ জন নেতাকর্মীর নামে কাহালু থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।