ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ফখরুল বিএনপি করেন ১০-১২ বছর, মুন্সি ৩০ বছর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
‘ফখরুল বিএনপি করেন ১০-১২ বছর, মুন্সি ৩০ বছর’ মনোনয়নবঞ্চিত এক নেতার অনুসারীদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

ঢাকা: মনোনয়ন না দিলে কুমিল্লায় বিএনপির নাম-নিশানা মুছে দেওয়ার হুমকি দিয়েছেন মনোনয়নবঞ্চিত মঞ্জুরুল আহসান মুন্সির সমর্থকরা।

রোববার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুলশান কার্যালয়ের সামনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত এ নেতার সমর্থকরা এ হুমকি দেন।  

তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে ‘নব্য বিএনপি’ উল্লেখ করে বলেন, ‘মহাসচিব বিএনপি করেন ১০-১২ বছর ধরে, আর মঞ্জুরুল আহসান মুন্সি বিএনপি করেন ৩০ বছর ধরে’।

 

মুন্সিকে মনোনয়ন না দিলে বিএনপি মহাসচিবকে ‘দেখে’ নেওয়ারও হুমকি দেন তার নেতাকর্মীরা।  

এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নবঞ্চিত এ প্রার্থীর সমর্থকদের তোপের মুখে পড়েন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।  

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হলেই ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ঘিরে ধরেন কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত মঞ্জুরুল আহসান মুন্সির সমর্থকরা। ওই আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডিকে। সেখানে ধানের শীষ নিয়ে লড়বেন জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন। মুন্সির সমর্থকরা তখন রতনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে মুন্সিকে মনোনয়ন না দিলে কুমিল্লায় বিএনপির নাম-নিশানা মুছে দেওয়ার হুমকি দেন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।