ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপির ১০৩ নেতাকর্মীর জামিন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
সিরাজগঞ্জে বিএনপির ১০৩ নেতাকর্মীর জামিন 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলার ঘটনার মামলায় বিএনপির ১০৩ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা জজ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের জামিনের এ আদেশ দেন।   

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।


 
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- বিএনপি সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান রানা, অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক 
শামীম খান, নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুবদলের সভাপতি মির্জা বাবু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশসহ ১০৩ জন।

গত ৩০ অক্টোবর রাতে শহরের মুজিব সড়কে মহিলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা বানু রুমা বাদী হয়ে বিএনপি-জামায়াতের ১২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।  

১২ নভেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন আসামিরা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ জেলা জজ আদালতের অবকাশকালীন বেঞ্চে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক আসামিদের জামিন মঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।