ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

'বিএনপি একটি মাথা ছাড়া দল'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
'বিএনপি একটি মাথা ছাড়া দল' ফেনীতে জনসভায় মঞ্চে আগত অতিথিরা

ফেনীর ফাজিলপুর ফরহাদ নগর জিন্নাহ হাই স্কুল মাঠে আজ মঙ্গলবার ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম হাজারীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও এই আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী।  

বিশেষ অতিথির ভাষণে আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম বলেন, 'বিএনপির মাথা দুইটা- একটি লন্ডনে, আরেকটি জেলখানায়।

এখন নতুন মাথা বের করেছে। তারা (বিএনপি) এখন মাথা ছাড়া দল। ' 

সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজম আহমেদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, আবদুল করিম, খায়রুল বাশার তপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিবুল হক রিপন।  

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাসির বলেন, দেশ স্বাধীন হওয়া আজ ৪৭ বছর। ১০ বছর আগে দেশের অবস্থা কী ছিল? আমরা ছিলাম গরিব দেশের নাগরিক। বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করতেন তাদের 'মিসকিন' বলা হতো। এখন আমাদের মিসকিনের দেশ বলে না। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ।  

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারেননি। আপনাদের আমলে দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করে আপনারা বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করেছেন। যুদ্ধাপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। দেশে আগে কতো ঘণ্টা বিদ্যুৎ থাকতো, কতো ঘণ্টা লোডশেডিং হতো?

 এ প্রসঙ্গে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।  

সিটি মেয়র আরও বলেন, আমি নিজাম হাজারীকে নিয়ে গর্ব করি। তার ব্যবহারের জন্য ও উন্নয়নমূলক কার্যক্রমের জন্য তার গলায় আবার বিজয়ের মালা উঠবে।

তিনি বলেন, আজ সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে প্রগতির জোয়ার, উন্নয়নের জোয়ার বইছে। জনগণ আবারও শেখ হাসিনাকে নৌকায় ভোট দেবে। আমরা আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেব। আজ থেকে প্রতিটি কর্মী কমপক্ষে ৪ জনকে বোঝাবেন নৌকায় ভোট দিতে।

নিজাম হাজারী বলেন, আবার সংসদ সদস্য নির্বাচিত হলে সবার সঙ্গে সমান আচরণ করব। সব পার্টির লোক নির্বিঘ্নে, নিরাপদে থাকবেন।  

বিকেলে বালিগাঁও ইউনিয়রে সিন্দুরপুর হাইস্কুল মাঠে জনসভাতেও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।