ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কেন্দ্র করে চক্রান্ত শুরু হয়েছে: নাসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
নির্বাচন কেন্দ্র করে চক্রান্ত শুরু হয়েছে: নাসিম বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলানিউজ

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন কেন্দ্র করে চক্রান্ত শুরু হয়েছে। এদেশের জনগণ ভোটের মাধ্যমে তা প্রতিহত করবেন। জ্বালাও-পোড়াও ও আন্দোলনে ব্যর্থ দলকে আর কোনোদিন জনগণ ভোট দেবে না। 

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আরো একটি অবিস্মরণীয় বিজয় অর্জন হবে।

 

এসময় তিনি নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।  

তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। জনসভায় কেন্দ্রীয় ১৪ দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, জাপা (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গাজী আমজাদ হোসেন মিলন এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য্য এবং সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. আব্দুল আজিজ।  

এছাড়াও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। জনসভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

পরে তিনি তাড়াশের নিমগাছি ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে পৃথক দুইটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এ জনসভার মধ্য দিয়ে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।