ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীকে আধুনিক সিটি হিসেবে গড়ে তুলবো: মিনু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
রাজশাহীকে আধুনিক সিটি হিসেবে গড়ে তুলবো: মিনু নির্বাচনী প্রচারণাকালে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, নির্বাচিত হলে রাজশাহীকে আধুনিক সিটি হিসেবে গড়ে তুলবো। এই নির্বাচন খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবো।

বুধবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরের ১০ ও ১১ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।  

সাধারণ ভোটাদের উদ্দেশে মিজানুর রহমান মিনু বলেন, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন করছে।

তাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করুন।

নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।