ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আবার ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ করা হবে

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
আবার ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ করা হবে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা-ফরিদপুর

নির্বাচনী গাড়ি বহর (ফরিদপুর) থেকে: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আবার ক্ষমতায় এলে ফরিদপুরকে বিভাগ করা হবে। ইতোমধ্যেই বিভাগ করার ঘোষণা দিয়েছি। একটি জেলা দিয়ে তো আর বিভাগ হয় না, এজন্য অন্যান্য বিভাগগুলোর সঙ্গে আমরা কথা বলছি।

বিএনপি দেশকে দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদের দেশে পরিণত করেছিল উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, এখন দুর্নীতি অনেক কমে গেছে। বিশ্বের কাছে আমরা সেই স্বীকৃতি পেয়েছি।

আগামীতে ক্ষমতায় এলে দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত দেশ গড়বো। এটাই আমাদের মূল লক্ষ্য।  

শেখ হাসিনা বলেন, বিএনপি আর যেন ক্ষমতায় আসতে না পারে। কারণ তারা দেশবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী। এজন্য আগামীতে আপনারা সব জায়গায় নৌকা মার্কায় ভোট দেবেন। যে উন্নয়ন হয়েছে এ ধারা যাতে অব্যাহত থাকে। আমরা এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। এজন্য নৌকা মার্কায় ভোট দেবেন।  

‘আমরা অন্ধকার যুগে আর ফিরে যেতে চাই না। আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। এ যাত্রা অব্যাহত রাখতে হবে’।  

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি পরপর পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশকে। তাদের নীতিই ছিল দুর্নীতি। এতিমের সম্পদ পর্যন্ত মেরে খেয়েছে। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। একজন মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে এটা ভাবাই যায়না। যে উন্নয়ন আমরা করেছি এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এজন্য নৌকায় সবাইকে ভোট দিতে হবে।

বৃহস্পতিবার (১৩ ডিসেস্বর) ফরিদপুরের কোমরপুরে আবদুল আজীজ ইনস্টিটিউশন মাঠে এ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন ফরিদপুরে- ৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচানী জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেও তিনি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।