ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দোহারে বিএনপির ১৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
দোহারে বিএনপির ১৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নবাবগঞ্জ: ঢাকার দোহার উপজেলায় বিএনপির ১৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের দুই নেতা মামলা দায়ের করেছেন। 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।  

মামলার বাদীরা হলেন দোহার বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাশেদ চোকদার ও পৌরসভা ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওয়াসিম চোকদার।

ওসি সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, বুধবার বিকেলে বিএনপির মিছিল শেষে মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে  বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথকভাবে দুটি মামলা করা হয়।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় তার সমর্থকদের নিয়ে প্রচার অভিযানে নামেন বিএনপি প্রার্থী খোন্দকার আবু আশফাক। তারা উপজেলার জয়পাড়া করম আলীর মোড়ে গেলে পুলিশ আশফাকসহ তার ১৮ কর্মীকে আটক করে।

অপরদিকে বিএনপি প্রার্থীসহ নেতাকর্মীদের আটকের পর আওয়ামী লীগের দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় বলে পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসম্বের ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।