ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণসংযোগে বরিশালে হাতপাখার কর্মীর ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
গণসংযোগে বরিশালে হাতপাখার কর্মীর ওপর হামলা আহতকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: জুমার নামাজ শেষে মসজিদের সামনে গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বরিশালের রূপাতলী আছালত খান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত শাকিল হোসেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ সম্পাদক।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল নামাজের পর মসজিদের বাইরে হাতপাখা প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের লিফলেট বিতরণ করছিলেন। এসময় শাকিলকে স্থানীয় ব্যবসায়ী মিরাজ লিফলেট বিতরণ করতে বারণ করেন এবং বাধা দেয়। কিন্তু শাকিল তাতে ভ্রুক্ষেপ না করে লিফলেট বিতরণ অব্যহত রাখলে মিরাজ ও তার সহযোগীরা শাকিলকে মারধর করে এবং ইট দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম।  

বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ জানান, এ ঘটনায় তাৎক্ষণিক রিটার্নিং কর্মকর্তাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। বিষয়টি লিখিত আকারেও জানানো হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।