ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ড. কামাল হোসেনের বিরুদ্ধে ইবি থানায় জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
ড. কামাল হোসেনের বিরুদ্ধে ইবি থানায় জিডি বাঁয়ে জিডির কপি ও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হচ্ছেন ড, কামাল, আসম আব্দুর রবসহ অন্যরা/ছবি: জিএম মুজিবুর

কুষ্টিয়া: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের প্রশ্নে ‘আক্রমণাত্মক আচরণ’ কেন্দ্র করে ড. কামাল হোসেনের নামে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিটি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ড. মিঠুন মুস্তাফিজ।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি লিখিত অভিযোগ করলে সেটাকে সাধারণ ডায়েরি হিসেবে নেয় ইবি থানা পুলিশ।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, বুদ্ধিজীবী দিবসে ঢাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেন সাংবাদিকদের ভর্ৎসনা করেছেন।

তার বক্তব্য সাংবাদিকদের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে।  

‘ড. কামালের বিরুদ্ধে মিঠুন মোস্তাফিজ মামলা করতে এলে আমরা তার অভিযোগটি নিয়ে একটি জিডি করে ডিএমপি অর্ন্তভুক্ত দারুস সালাম থানায় পাঠিয়েছি। তারা পরবর্তী কার্যক্রম পরিচলানা করবেন।
ইবি থানার জিডি নম্বর- ৬২১, তারিখ: ১৪/১২/২০১৮। ’

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।