ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণঐক্যের নির্বাচনী ইশতেহার প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
গণঐক্যের নির্বাচনী ইশতেহার প্রকাশ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গণঐক্যের চেয়ারম্যান ববি হাজ্জ‍াজ। ছবি: শাকিল

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ববি হাজ্জাজের রাজনৈতিক দল গণঐক্যের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জ‍াজ।
 
গণঐক্যের ইশতেহারে তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে।


 
এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা, কর্মক্ষেত্র সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, আদর্শভিত্তিক ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা জাল সৃষ্টি, সরকার ব্যবস্থার কাঠামো শক্তিশালী করা, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা, সরকারি চাকরিতে ঢুকার বয়সসীমা পুনর্নির্ধারণ করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে শক্তিশালী করা, প্রতিটি বিভাগীয় শহরে কৃষি হোন স্থাপন করা, কৃষি খাতে গবেষণা ও বিনিয়োগের জন্য আলাদা বাজেট দেওয়া, নিরাপদ সড়ক নিশ্চিত করা, সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার ঘোষণা দিয়েছে দলটি।

এসময় গণঐক্যের মহাসচিব কাজী আবুল খায়েরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।