ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তরুণরা উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবে: মেনন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
তরুণরা উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবে: মেনন সভায় বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি: বাংলানিউজ

ঢাকা: তরুণরা উন্নয়নের পক্ষ শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবে বলে দাবি করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শনিবার (১৫ ডিসেম্বর) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রচারণায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আয়োজিত সভায় তিনি এ দাবি করেন।

রাশেদ খান মেনন (মতিঝিল, রমনা, পল্টন) ঢাকা-৮ আসনে মহাজোটের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

তার প্রতিপক্ষ হিসেবে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নির্বাচনী প্রচারণার আয়োজন করে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগ।  

সংগঠনের সভাপতি ইসমাঈল হোসেন সম্রাটের সভাপতিত্বে মিছিলের আগে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন তালুকদার, কমিশনার মোস্তফা জামান পপিসহ মহানগর দক্ষিণ যুবলীগের নেতারা।

রাশেদ খান মেনন বলেন, তরুণদের হাত ধরেই ৬৯ (গণঅভ্যুত্থান) জয় হয়েছিল। তরুণরাই মুক্তিযুদ্ধ করেছে সামনের কাতারে থেকে। তাদের অবদানে এ বাংলাদেশ। আজ শেখ হাসিনার নেতৃত্বে এদেশ উন্নয়নের জোয়ারে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তরুণারা আজ তা দেখেছে। তাই আশাকরি, তরুণরা এ নির্বাচনে উন্নয়নের পক্ষে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবে। তারা দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের ভোট দেবে না। বরং তারা এদের চিরতরে প্রতিহত করবে।

দুর্নীতিবাজ বিএনপির সঙ্গে আজ ড. কামাল হোসেন ও আ স ম আব্দুর রবরা যোগ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজকে মিথ্যা প্রলোভন দিয়ে, পরিবর্তনের কথা বলে উন্নয়নের বিরুদ্ধে, গণতন্ত্রের কথা বলে ফিরিয়ে রাখা যাবে না। তারা আজ শপথ নিয়েছে নৌকায় ভোট দেবে।  

মেনন বলেন, বাংলাদেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে। তাই আসুন আগামী ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দেই।

পরে নির্বাচনী প্রচারণার মিছিলটি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে রাজারবাগ, মালিবাগ, কাকরাইল হয়ে রমনায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।