ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সহিংসতা লন্ডনের চক্রান্তের ফসল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
সহিংসতা লন্ডনের চক্রান্তের ফসল

কুষ্টিয়া: নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে সহিংসতার ঘটনা ঘটছে তা লন্ডনের চক্রান্তের ফসল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

রোববার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

এবারের নির্বাচনেও বিএনপির আচরণ ২০১৪ সালের মতোই। লন্ডন থেকে তারেক রহমান নির্বাচন বানচাল করার জন্য গুপ্ত হত্যা ও নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। তারই আলামত হিসেবে প্রতীক বরাদ্দের প্রথম দিনই যুবলীগের দুই নেতা প্রাণ হারান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হচ্ছে যে লন্ডনে বসে তারেক রহমানের নির্বাচন কেন্দ্রিক হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়নের পথে।

বিএনপি নেতা মাহাবুব উদ্দিন খোকনের ওপর গুলির ঘটনা প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি প্রার্থীর সমর্থকরা বিনা উস্কানিতে আওয়ামী লীগের মিছিলে হামলা করেন। এ হামলা প্রতিহত করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ রাবার বুলেট দুই/একজনের গায়ে লাগতেই পারে। তবে ইচ্ছা করে কাউকে আঘাত করা হয়নি। বরং এ ঘটনায় খুব পরিকল্পিতভাবে বিএনপি গোলযোগের সূত্রপাত করেছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক-উজ জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।