ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাঘাইছড়িতে বিস্ফোরক মামলায় যুবদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
বাঘাইছড়িতে বিস্ফোরক মামলায় যুবদল নেতা গ্রেফতার

রাঙামাটি: বিস্ফোরক মামলায় রাঙামাটির বাঘাইছড়ি থেকে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চৌমহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়- আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও বিএনপির দাবি তিনি উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক।

 

গত ১৬ ডিসেম্বর (রোববার) আওয়ামী লীগ-বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় আওয়ামী লীগ নেতারা তার বিরুদ্ধে সমাবেশে বেআইনি বিস্ফোরক দ্রব্য বহন করার অভিযোগ এনে ফৌজদারি ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ৩৭৯ বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের তিন এর ক ধারার মামলা দায়ের করে।

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) হীরু বড়ুয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাঙামাটি আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।