ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় মহাজোটপ্রার্থীর সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
বগুড়ায় মহাজোটপ্রার্থীর সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ

বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনে মহাজোট প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমরের নির্বাচনী সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে শহরের কৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে শহরের নারুলী এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাপার নেতাকর্মীরা অংশ নেন।  

দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের কৈপাড়ায় মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমরের পূর্ব নির্ধারিত নির্বাচনী সমাবেশ ছিলো। সে অনুযায়ী সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমর বক্তব্য রাখার সময় পাশেই পরপর ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সমাবেশ শেষ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা নিরাপদস্থানে আশ্রয় নেন। তবে কেনো হতাহতের ঘটনা ঘটেনি।

উপজেলা জাপার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ দাবি করে বাংলানিউজকে জানান, সমাবেশটি পূর্ব নির্ধারিত ছিলো। জনসমাগম দেখেই প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

দিবাগত রাত পৌনে ১০টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনাটি শোনার পরপরই তিনিসহ পুলিশের দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সমাবেশের পাশেই পরপর তিনটি বিস্ফোরণের শব্দ হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।