ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জীবনমান উন্নয়নে নৌকায় ভোট দিন: শিরীন শারমিন চৌধুরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
জীবনমান উন্নয়নে নৌকায় ভোট দিন: শিরীন শারমিন চৌধুরী ড. শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)

ঢাকা: শেখ হাসিনা কথা দিয়ে তা পূরণ করেন। তাই মানুষের জীবনমান উন্নয়নে নৌকায় ভোট দিন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ও বর্তমান সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী পথসভায় একথা বলেন। এসময় উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ড. শিরীন শারমিন বলেন, নৌকার পক্ষে জোয়ার উঠেছে সমগ্র পীরগঞ্জে। এসময় তিনি ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের পতাকা তলে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান।  

তিনি বলেন, এক সময়ের অবহেলিত এই উপজেলাতে উন্নয়নমূলক প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। শিক্ষা, অবকাঠামোগত বিভিন্ন উন্নয়নসহ রাস্তাঘাট, ব্রিজ, কালঘার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটানো হয়েছে।

তিনি বলেন, আবার সরকার গঠন করতে পারলে বয়স্কভাতাসহ অন্য ভাতা বৃদ্ধি করা হবে।  

এসময় তিনি বলেন, নারী উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়যুক্ত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।