মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ঐক্যফ্রন্টপ্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু স্থানীয় পাইলট স্কুল মোড় থেকে একটি মিছিল বের করেন।
সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম শাহজাহান সেলিম, কামরুজ্জামান মানিক, ভালুকা মডেল থানার কয়েকজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এর মধ্যে শাহজাহান সেলিমকে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে বিএনপির নেতা-কর্মীরা ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রায় শতাধিক মোটর সাইকেল ভাঙচুর করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে জানান, সংঘর্ষ থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ থেকে ২৫ রাউন্ড টিয়ারশেল ও ৩৫ থেকে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এমএএএম/এমজেএফ