মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এম এ মতিনের সমর্থনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ ই হাবীব মোফা।
এসময় নানক বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। আগামীতে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। নৌকা-লাঙল মহাজোট করেছে, তারই অংশ হিসেবে উলিপুরে লাঙলের প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার নৌকার প্রার্থীকে সমর্থন দিয়েছেন। নৌকা-লাঙল একসঙ্গে কাজ করলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কুড়িগ্রাম-৩ আসনের জাপা প্রার্থী অধ্যাপক ডা. আক্কাছ আলী সরকার, আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এম এ মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক আল মামুন সবুজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।
আওয়ামী লীগের নির্বাচনী সভায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার মঞ্চে তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এফইএস/আরবি/