ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, ফাইল ফটো

ঢাকা: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সূত্র বলছে, সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার ‘অশোভন’ আচরণ, পক্ষপাতিত্ব ও দলীয় স্ট্যান্ডবাজি এবং প্রার্থীদের গ্রেফতারসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যূতে কথা বলবেন ড. কামাল হোসেন।  

মূলত এ জন্যই জরুরি এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।