ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাঘাইছড়িতে আ’লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
বাঘাইছড়িতে আ’লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন বাঘাইছড়িতে আ’লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দিনগত রাতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে  আগুন লাগার পরে স্থানীয়রা এবং আমতলীর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এ ব্যাপারে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেল চৌধুরী অভিযোগ করেন, নির্বাচনী কার্যালয়ে বিএনপি-জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আগুন দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।