ঢাকা: দেশের গণতন্ত্র ও সার্বভৌম রক্ষার লড়ায়ে অংশ নিয়েছেন দেশের আপামর জনতা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা ১৯৭০ সালের মতো একযোগে ভোট কেন্দ্রে যাচ্ছেন। স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিচ্ছেন। ৭০’র মতো উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।
মহাজোটের প্রার্থী বলেন, আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
সব সাধারণ নাগরিক তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। তাদের এ ভোট দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, মানুষের কথা বলার স্বাধীনতা রক্ষার জন্য। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এখন ফলাফল যা হবে, তাই মেনে নেব।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ইএআর/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।