বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকে বিহ্বল হয়ে পড়েন তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী ছাড়াও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাতে পৃথক বার্তায় মন্ত্রিপরিষদের সদস্য শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পৃথক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা।
পড়ুন>>শনিবার সন্ধ্যায় দেশে আসছে সৈয়দ আশরাফের মরদেহ
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শোক জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানও।
এদিকে এক শোকবার্তায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তার (সৈয়দ আশরাফ) মতো সজ্জন, ত্যাগী, বিচক্ষণ ও দূরদর্শী রাজনীতিবিদের শূন্যতা কখনই পূরণ হবার নয়।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ আরো অনেকে।
প্রখ্যাত রাজনীতিক সৈয়দ আশরাফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফারজানা ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ময়মনসিংহ সিটি করপোশেনের প্রশাসক ইকরামুল টিটুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে সৈয়দ আশরাফের মৃত্যুতে তার নির্বাচনী এলাকা ও নিজ বাড়ি কিশোরগঞ্জ সদরেও নেমে এসেছে শোকের ছায়া।
এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সৈয়দ আশরাফের সৎ ও নিলোর্ভ জীবন নিয়েও আলোচনা করছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমআইএইচ/এমএ/