ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিবন্ধন পাচ্ছে ববি হাজ্জাজের এনডিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
নিবন্ধন পাচ্ছে ববি হাজ্জাজের এনডিএম এনডিএম লোগো ও ববি হাজ্জাজ

ঢাকা: অবশেষে নিবন্ধন সনদ পাচ্ছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে আরও একটি দল। বর্তমানে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত দলের সংখ্যা ৩৯টি। আপিল বিভাগে রায়ের ভিত্তিতে দলটিকে নিবন্ধন দেওয়া হলে নির্বাচনে নিজের প্রতীক নিয়ে অংশগ্রহণে যোগ্য দলের সংখ্যা দাঁড়াবে ৪০টি।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, নিবন্ধনের জন্য আবেদন করলে শর্ত পূরণ করতে না পারার কারণ দেখিয়ে আবেদন বাতিল করে ইসি। পরে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

২০১৮ সালের ৮ জুলাই হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে এনডিএমকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন সচিবসহ তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

এরপর গত ২১ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুলের শুনানি শেষে রায়ের সার্টিফায়েড কপি হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে এনডিএমকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।  

এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা আপিল আজ (৭ জানুয়ারি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এনডিএমকে নিবন্ধন দিতে হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায় বহাল থাকলো।

আদালতে এনডিএমের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম। রাষ্ট্রপক্ষে ছিলেনে অ্যাডভোকেট ওবায়দুর রহমান মোস্তফা।

ববি হাজ্জাজ বলেন, এ রায় ঐতিহাসিক। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে।

ববি হাজ্জাজ আলোচনায় আসেন ২০১৪ সালের আসনে ৫ জানুয়ারির নির্বাচনের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদে রাজনৈতিক উপদেষ্টা হয়ে। ২০১৫ সালের ৩০ এপ্রিলের ঢাকা সিটি নির্বাচনে অংশ নিলে তাকে বহিষ্কার করেন এরশাদ। যদিও সেই নির্বাচন থেকে পরে তিনি সরে দাঁড়ান।

পরবর্তীতে এনডিএম নামে নতুন দল গঠন করে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন। এর মাঝে ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র আনিসুল হকের মৃত্যুর কারণে উপ-নির্বাচনে তার দল থেকে ব্যান্ড তারকা শাফিন আহমেদকে মনোনয়ন দেন। নির্বাচনটি হাইকোর্টের নির্দেশে এখনো স্থগিত রয়েছে।

গত সংসদ নির্বাচনেও এনডিএম নিবন্ধিত দল বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে জোট করে হারিকেন প্রতীকে ভোট করেন। ববি হাজ্জাজ নিজে প্রতিদ্বন্দ্বিতা করেন ঢাকা-৬ আসনে। তিনি এতে ৭৫০ ভোট পেয়েছিলেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হলেও তিনি ভোটের দিন দুপুরেই ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনও করেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।