ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
বরিশালে ছাত্রফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

সোমবার (২১ জানুয়ারি) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়।  

জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সন্তু সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ইলিয়াস ইরান, আব্দুল্লাহ খান তপু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক সাগর দাস আকাশ প্রমুখ।

 

এ সময় বক্তারা সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রের নেওয়া, অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা, ভূমিহীন-বস্তিবাসী মানুষের সন্তানদের স্কুল কলেজের বেতন মওকুফ করা এবং বিএম কলেজের টেনিস কোর্ট অপসারণ করে বোটানিক্যাল গার্ডেন সংরক্ষণের দাবি জানান।  

পরে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরের ফকির বাড়ি গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।