ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদাকে মুক্ত করতে জাফরুল্লাহর প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
খালেদাকে মুক্ত করতে জাফরুল্লাহর প্রস্তাব বক্তব্য রাখছেন জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা: আমরা যদি সত্যি খালেদা জিয়াকে ভালোবেসে থাকি, তার প্রতি মমত্ববোধ থাকে, তার অবদানের জন্য তাকে যদি স্মরণ রাখি, তাহলে একটা প্রস্তাব রাখতে চাই।

‘মাসের আটদিন চলে গেছে, ১৮ দিন আছে। আগামীকাল ঢাকার ১০০ ওয়ার্ডের মহিলা দলের দশজন করে এক হাজার জন বিকেলে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করে খোদার কাছে মোনাজাত করে বলবেন, জালেমের হাত থেকে রক্ষা করো, খালেদা জিয়াকে মুক্ত করো।



শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের মিলনায়তনে খালেদা জিয়ার কারাবন্দিত্বের এক বছর উপলক্ষে তার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব রাখেন।

 ডা. জাফরুল্লাহ বলেন, পরের দিন ছাত্রদলের এক হাজার জন সারাদিন অবস্থান করে একই প্রক্রিয়ায় খোদার কাছে মোনাজাত করবেন। তারপরে বিএনপির জাতীয় কমিটি, যাদের খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন যাদের জীবনকে সুগম করেছেন সেই সুখের পায়রাগুলি, যারা লুকিয়ে-চুকিয়ে বেড়াচ্ছেন তাদের ধরে এনে হাজির করেন। তারাও আধাবেলা ওই প্রেসক্লাবের সামনে বসে থেকে একই প্রক্রিয়ায় মোনাজাত করেন।

‘আমার ধারণা এভাবে যদি আমরা ১৮টা দিন করি, তাহলে দেশবাসীর বিবেক জাগ্রত হবে, দেশবাসী আমাদের রাস্তায় দেখতে চায়। ঘরের ভেতরে হাতিঘোড়া মারা সহজ। যদি পারেন, এখানে যারা এসেছেন তারা যদি ওখানে থাকেন আমি সুস্থ না, আমিও আপনাদের সঙ্গে থাকবো। ’ 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এজেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান, আব্দুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, স্বেচ্ছাসবেক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, মহিলা দলের যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
সমাবেশ পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।