ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডাকসু: দেওয়ালে রঙিন স্টিকারে ভিপি প্রার্থীর প্রচারণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
ডাকসু: দেওয়ালে রঙিন স্টিকারে ভিপি প্রার্থীর প্রচারণা দেওয়ালে লাগানো ভিপি প্রার্থীর রঙিন পোস্টার, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভনের প্রচারণায় রঙিন ছবি সংবলিত স্টিকার লাগানো হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের গেট, স্মৃতি চিরন্তনসহ বিভিন্ন স্থানে এ স্টিকার পরিলক্ষিত হয়।

বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া নিয়ম অনুযায়ী, রঙিন স্টিকার লাগানো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।

রেজওয়ানুল হক চৌধুরী শোভন ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্টিকারটিতে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০১৯ সম্মিলিত শিক্ষার্থী সংসদ মনোনীত বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ভিপি পদে আপনার মূল্যবান ভোট দিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সুযোগ দিন। প্রচারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

ডাকসু নির্বাচনের আচরণবিধির ৬(ক) ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী নিজের সাদাকালো ছবি ছাড়া লিফলেট বা হ্যান্ডবিলে অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না৷ লিফলেট ছাপানো ও বিলি করা যাবে৷ আর ৬(খ) ধারায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো ধরনের স্থাপনা, দেওয়াল, যানবাহন,  গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দন্ডায়মান বস্তুতে লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বাংলানিউজকে বলেন, কারা লাগিয়েছে আমি এ সম্পর্কে আমি জানি না। বিষয়টি দেখছি।

জানতে চাইলে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবহিত আছি। প্রক্টরও জানে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।