ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তাঁতী দলের আহ্বায়ক কমিটি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
তাঁতী দলের আহ্বায়ক কমিটি 

ঢাকা: বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন আবুল কালাম আজাদ। আর   মো. মজিবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। 

শনিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, আহ্বায়ক কমিটিতে ২০ জন যুগ্ম আহ্বায়কসহ ১০৬ জন সদস্য নিয়ে সর্বমোট ১২৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এই আহ্বায়ক কমিটি ০৩ (তিন) মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক বাহা উদ্দিন বাহার, ড. কাজী মনিরুজ্জামান, আব্দুল মতিন চৌধুরী, শেখ মো. ইউনুস, জাহাঙ্গীর আলম মিয়াজী, মো. সহিদ উল্লাহ, মোঃ গোলাম মাওলা খান বাবলু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।