ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মামলা-তদন্ত প্রতিবেদন প্রত্যাহার দাবিতে বাসদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
মামলা-তদন্ত প্রতিবেদন প্রত্যাহার দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ছবি: বাংলানিউজ

বরিশাল: বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ শ্রমিক নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা ও তদন্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে নেতাকর্মীরা।

সোমবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় বরিশাল নগরের ফকিরবাড়ি রোডের জেলা বাসদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ-মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। এসময় জেলা বাসদের সদস্য ও শ্রমিক নেতা শহীদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য বাবুল তালুকদার, শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সহ-সভাপতি মহসিন মীর, ছাত্রফ্রন্ট বরিশাল জেলার অর্থ সম্পাদক নাসরিন আক্তার টুম্পা।

বক্তারা বলেন, গত বছর ১৯ এপ্রিল রিকশা শ্রমিকদের ভুখা মিছিলে নির্মম পুলিশি হামলা সারাদেশের মানুষ প্রত্যক্ষ করেছিল। এ ঘটনায় বাসদ নেতা ইমরান হাবিব রুমন ও ডা. মনীষা চক্রবর্তীসহ শ্রমিকদের নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। মামলার এক বছর পর তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান মনগড়া  প্রতিবেদন জমা দিয়েছেন।  

এসময় অবিলম্বে এ মিথ্যা মামলা ও তদন্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানান বক্তারা। একইসঙ্গে তারা আগামী ১৯ এপ্রিল শ্রমিকদের ভুখা মিছিলে পুলিশি হামলার বর্ষপূর্তিতে দিনটিকে ‘শ্রমিক নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে পালনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।