ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে ২০দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে ২০দল ২০দলীয় জোটের বৈঠক/

ঢাকা: খালেদা জিয়ার মুক্তির দাবিতে জোট ও দলগতভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ২০দলীয় জোট।

সোমবার (০৮ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকের পর সমন্বয়ক নজরুল ইসলাম খান সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, আজকের সভায় জোটনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবণতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

তার সুচিকিৎসার স্বার্থে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। এ দাবিতে জোটগতভাবে এবং জোটের শরিকদলগুলো নিজ নিজ উদ্যোগে কর্মসূচি করার সিদ্ধান্ত হয়েছে।

নজরুল ইসলাম বলেন, আমরা মনে করি যে, দেশনেত্রীর মুক্তির সঙ্গে গণতন্ত্রের মুক্তি একাকার হয়ে গেছে। আমরা গণতন্ত্রের মুক্তি চাই। ২০দল দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে কি কর্মসূচি দেওয়া হবে সে বিষয়ে পরবর্তী বৈঠকে ঠিক করা হবে বলে জানান জোটের সমন্বয়ক।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ২০দল ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে কোনো টানাপোড়েন নেই। আমরা পাশাপাশি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত পৌনে ৯টা থেকে সোয়া দশটা পর্যন্ত এ বৈঠক হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর মাওলানা আবদুল হালিম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নুর হোসেইন কাশেমী, মাওলানা মহিউদ্দিন একরাম, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খন্দকার লুৎফর রহমান, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, মুসলিম লীগের শেখ জুলফিকার চৌধুরী বুলবুল, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ইসলামিক পার্টির আবু তাহের, বিজেপির আবদুল মতিন সাউদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।