ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৪ বছর পর দিনাজপুরে যুবলীগের কাউন্সিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
১৪ বছর পর দিনাজপুরে যুবলীগের কাউন্সিল যুবলীগের কাউন্সিলে প্রার্থীদের পোস্টার। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: প্রায় ১৪ বছর পর দিনাজপুর জেলা যুবলীগের কাউন্সিল হতে যাচ্ছে। আগামী ২ মে বহুল প্রত্যাশিত যুবলীগের এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়ে গেছে লবিং-গ্রুপিং। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব। 

জানা গেছে, ২০০৫ সালের ১৪ জুন দিনাজপুর জেলা যুবলীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে অ্যাডভোকেট দেলোয়ার হোসেনকে সভাপতি ও অ্যাড. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

৫ বছর পর কাউন্সিল অনুষ্ঠিত করার কথা থাকলেও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিল অনুষ্ঠিত করেননি। আগামী ২ মে জেলা যুবলীগের কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে।  

যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী কেউ পর পর একই পদে ২ বার থাকতে পারবেন না। সেই মোতাবেক জেলা যুবলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন পর পর ২ বার অর্থাৎ প্রায় ১৯ বছর ক্ষমতায় থাকলেন। তাই তিনি এবারের কাউন্সিলে কোন পদে দাঁড়াতে পারবেন না।  

জেলা যুবলীগের কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে লবিং-গ্রুপিং শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা জেলা আওয়ামী লীগসহ কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা জেলা শহরের অলি-গলির দেয়ালে নিজেদের ছবি সম্বলিত কালার পোস্টার লাগিয়েছেন।
অনেকে আবার ব্যানার লাগিয়ে সাধারণ মানুষের কাছে দোয়া চাইছেন।  

জেলা যুবলীগের একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে জানান, আগামী ২ মে অনুষ্ঠিতব্য কাউন্সিলে সভাপতি পদে সম্ভাব্য ৫ জন ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য ৫ জন লড়াই করবেন।  

সভাপতি পদে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. ইমরান লতিফ সেতু, দেলোয়ার হোসেন, রাশেদ পারভেজ ও জাকির হোসেন।  

এছাড়াও সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন- জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রবিউল আলম রবু, জেলা যুব লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনউর রশিদ, জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন, অ্যাড. সাদেকুর রহমান টুটুল ও সাইফুল ইসলাম ম্যাঙ্গো।  

জেলা যুবলীগের সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সর্বশেষ কাউন্সিলে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছিল। পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধন করে এবছর ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। জেলার ১৩টি উপজেলার ও ১টি সাংগঠনিক উপজেলাসহ ১৪টি ইউনিট রয়েছে। প্রতিটি উপজেলায় ২৫ জন করে এবং জেলা কমিটির সদস্যসহ মোট ভোটার ৪১৯ জনকে কাউন্সিলর হিসেবে ঘোষণা করা হয়েছে।  

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দিনাজপুর শহরের স্টেশন ক্লাবে যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি।  

সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।