ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ সরকারই শ্রমিকদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ১, ২০১৯
আ’লীগ সরকারই শ্রমিকদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিয়েছে মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

নাটোর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে দেশের শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,  অথচ বিগত সরকারগুলো শুধু মুখেই শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করেছে।

বুধবার (০১ মে) সকালে মে দিবস উপলক্ষে সিংড়া বাস টার্মিনালে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব বলেই তাদের ‘জীবন ধারণে সহায়ক’ মজুরি নির্ধারণ করে দিয়েছে।

দেশের অর্থনীতির চাকা সচল এবং রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখার মাধ্যমে দেশ ও প্রবাসে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার ২৪টি শ্রমিক সংগঠনের নেতারা।  

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ৫ জন শ্রমিককে একটি করে ভ্যান, ২ জন শ্রমিককে রিকশা এবং ৯ শ্রমিককে সেলাই মেশিন বিতরণ করেন।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।