ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনদুর্ভোগ সৃষ্টি করে পাহাড়ে রাজনীতি নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ৭, ২০১৯
জনদুর্ভোগ সৃষ্টি করে পাহাড়ে রাজনীতি নয় সংবাদ সম্মেলনে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর প্রধান শ্যামল চাকমা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: পাহাড়ে জনদুর্ভোগ সৃষ্টি করে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ–গণতান্ত্রিক)। সংগঠনের  নেতারা বলছেন, অস্ত্রবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক আন্দোলনের অংশ নয়।

মঙ্গলবার (৭ মে) দুপুরে খাগড়াছড়ি শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর  প্রধান শ্যামল চাকমা ওরফে জলেয়া, সাংগঠনটির সম্পাদক রিপন চাকমা।

এসময় খাগড়াছড়ির প্রিন্টও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
সংবাদ সম্মেলনে শ্যামল চাকমা বলেন, প্রসীত বিকাশ খীসার স্বেচ্ছাচারিতা, দলে অগণতান্ত্রিক চর্চার কারণে আমরা বাধ্য হয়ে ইউপিডিএফ থেকে বেরিয়ে নতুন সংগঠন করেছি।  

ইউপিডিএফ-প্রসীত গ্রুপ রাজনীতিতে সাধারণ মানুষকে ঢাল বানিয়ে রাজনীতি করছে জানিয়ে তিনি বলেন, রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তির পরিবারকে অপহরণ, হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হাট বাজার বয়কটের মতো জনদুর্ভোগ সৃষ্টি করে তারা রাজনীতি করছে।
 
ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সব জনদুর্ভোগ সৃষ্টির আন্দোলন প্রতিহত করা হবে জানিয়ে সংগঠনটি পার্বত্য চুক্তি বাস্তবায়নের গণতান্ত্রিক আন্দোলন করার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।