ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গিবাদি শক্তি ফের মাথাচাড়া দেওয়ার ষড়যন্ত্র করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, মে ২৯, ২০১৯
‘জঙ্গিবাদি শক্তি ফের মাথাচাড়া দেওয়ার ষড়যন্ত্র করছে’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: পুলিশের ওপর বোমা হামলা চালিয়ে বিএনপি-জামায়াত ও জঙ্গিবাদি শক্তি ফের মাথাচাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। 

তিনি বলেছেন, বিএনপি-জামায়ত-জঙ্গীবাদি গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্র করছে। পুলিশের ওপর বোমা হামলার মধ্য দিয়ে জঙ্গি উত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে।

আমরা ১৪ দল ঐক্যবদ্ধভাবে তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছি।

মঙ্গলবার (২৮ মে) গণতন্ত্রী পার্টির ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনে মণিসংহ-ফরহাদ ট্রাস্ট স্মৃতি মিলনায়তনে এ ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

কৃষকদের কৃষি ঋণ মওকুফ করতে অর্থমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ঋণ খেলাপিদের অনেক ঋণ মওকুফ করা হয়, অনেক সময় নানা সুযোগ-সুবিধা দেওয়া হয়। তাই আমি অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, প্রয়োজনে এ বছর যেন কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়।  

‘আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। আওয়ামী লীগ সরকার কৃষকদের সুবিধার জন্য স্বল্প দামে সার দিচ্ছে, বীজ দিচ্ছে। তাই আমরা অর্থমন্ত্রীর প্রতি ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানাবো এ বছর কৃষি ঋণ নিয়ে যেন কোনো কৃষককে হয়রানি করা না হয়। ’
 
গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়ার সদস্য মাহমদুর রহমান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ২৮, ২০১৯ 
এসকে /এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।