ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জিএম কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুন ২, ২০১৯
জিএম কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ রবার্ট চ্যাটারটন ডিক্সন ও জিএম) কাদের, ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিক্সন।

রোববার (২ জুন) বেলা পৌনে ১১টা জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাতে বন্ধুপ্রতিম যুক্তরাজ্য ও বাংলাদেশে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় ব্রিটিশ হাইকমিশনার জাতীয় পার্টির রাজনৈতিক ঐতিহ্য এবং কল্যাণময় কর্মকাণ্ড সম্বন্ধে জেনেছেন। এসময় তিনি জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাফল্যও কামনা করেন।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, হাবিবুর রহমান, রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সাবেক কূটনীতিক মেজর (অব.) আশরাফ-উদ-দৌলা, বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল এনালিস্ট এজাজুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ২, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।