ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদার মুক্তি দাবি মানে জামায়াত পুনর্বাসনের চক্রান্ত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জুন ৭, ২০১৯
‘খালেদার মুক্তি দাবি মানে জামায়াত পুনর্বাসনের চক্রান্ত’ সুধী সমাবেশে বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবির অর্থ হচ্ছে রাজাকার, জামায়াত ও জঙ্গি পুনর্বাসন প্রকল্প এবং গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত।’

শুক্রবার (৭ জুন) দুপুরে নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে জেলা জাসদ আয়োজিত এ সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।  

জেলা জাসদের সভাপতি নূর আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আজিজুল হক বকশীর সঞ্চালনায় সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বৃহস্পতিবার (৬ জুন) সকালে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং ‘খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ডাক’ দেওয়ার বিষয়ে বক্তব্য রাখেন।

সেই বক্তব্যের সূত্র টেনে হাসানুল হক ইনু বলেন, ‘বৃহস্পতিবার ড. কামাল হোসেন সাহেবের বক্তব্য শুনছিলাম। উনি নাকি এই বছরই গণতন্ত্র উদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তি অর্জন করবেন। ড. কামাল হোসেন সাহেবের বক্তব্যের জবাবে আমি বলবো, খালেদার মুক্তি দাবিতে যারা সোচ্চার, খালেদার মুক্তি দাবি যারা করেন, তারা কার্যত বাংলাদেশে রাজাকার, জামায়াত, জঙ্গি ও দুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসনের প্রকল্প চালু করতে চান। তারা গণতন্ত্রের কবর রচনার চক্রান্ত করছেন। খালেদা এবং তারেকের সঙ্গে হাত মিলিয়ে গণতন্ত্র উদ্ধার হয় না, গণতন্ত্রের কবর রচনা হয়। ’

ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বাংলাদেশের দুর্ভাগ্য এ দেশের উকিল, মোক্তার এবং কতিপয় নাম করা ব্যারিস্টার সাহেবরা প্রমাণিত দুর্নীতিবাজকে মুক্ত করার জন্য আন্দোলনের হুমকি দেন। আমি পরামর্শ দেবো, আদালতের বারান্দায় লড়াই করেন। দুর্নীতিবাজদের পক্ষে ওকালতি করবেন না। এতে গণতান্ত্রিক রাজনীতি দূষিত হয়। সুতরাং এই দূষণ থেকে গণতান্ত্রিক রাজনীতিকে রক্ষা করতে হবে। ’

ইনু বলেন, ‘কেউ যদি মনে করেন মহাজোটের ছাতা ব্যবহার করে দলবাজি করে (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করবেন, মহাজোটের সরকারকে বেকায়দায় ফেলবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। ’

বক্তব্যের শুরুতে তিনি ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে ৭ জুনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
আরএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।