ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাদারীপুরে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
মাদারীপুরে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর: মাদারীপুরে উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় এরশাদ মুন্সী (২৪) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে শহরের সীতানাথ সড়কে ওই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এরশাদ মুন্সী শহরের সীতানাথ সড়ক এলাকার বেলায়েত মুন্সীর ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ওবায়দুর রহমান কালু খানের সমর্থক জসিম গৌড়া তার লোকজন নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম সমর্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান।

নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবাইদুর রহমান কালু খান ৮ হাজার ১৪৩ ভোটের ব্যবধানে ৬১ হাজার ৭০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।