ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের বিক্ষুব্ধদের কর্মসূচি একদিন স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
ছাত্রদলের বিক্ষুব্ধদের কর্মসূচি একদিন স্থগিত বিএনপি অফিসের সামনে কর্মসূচিতে ছাত্রদল (ফাইল ফটো)

ঢাকা: কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচনী কার্যক্রম এবং বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলন কর্মসূচি শনিবার (২৯ জুন) পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ জুন) বিকেলে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ছাত্রদলের সংকট নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

  সে পর্যন্ত বিক্ষুব্ধদের কর্মসূচি এবং ছাত্রদলের নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকালে ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সদ্য বহিষ্কৃত এজমল হোসেন পাইলট বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবারে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সমাধান না হলে রোববার (৩০ জুন) থেকে টানা কর্মসূচি পালন করা হবে।

বয়স সীমা প্রত্যাহার করে বা নিয়মিত ছাত্রদের দিয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের দাবিতে  চলতি মাসের ১১ জন থেকে বিক্ষোভ শুরু করে ছাত্রদলের একাংশের নেতারা।

বিক্ষোভের প্রথম দিনে তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দলের সিনিয়র নেতাদের অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় কার্যালয়ে ভাংচুরের ঘটনাও ঘটে।

বিক্ষুব্ধদের আন্দোলনের কারণে ছাত্রদলের ১২জনকে বহিষ্কার করা হয়। পরে আন্দোলনের সঙ্গে যুক্ত হয় বহিষ্কৃতদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।