ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদকে দেখতে সিএমএইচে রওশন-কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
এরশাদকে দেখতে সিএমএইচে রওশন-কাদের এরশাদকে দেখতে সিএমএইচে রওশন ও কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন দলের কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। তার সঙ্গে সেখানে যান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও। 

বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুর আড়াইটায় সিএমএইচ-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে যান তারা।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আকতার, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব এস এম ইয়াসিরসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

>>>আরও পড়ুন...এরশাদকে দেখতে সিএমএইচে রওশন-কাদের

আইসিইউ থেকে বের হয়ে স্বামী হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন রওশন।

হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় শুক্রবার (০৫ জুলাই) মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।