ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রতারণার মামলায় সিরাজগঞ্জে বিএনপি নেতার সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
প্রতারণার মামলায় সিরাজগঞ্জে বিএনপি নেতার সাজা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হককে ২ বছররে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ হাজার টাকা জরমিানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জেসমিন আরা জাহান আসামির উপস্থিতিতে এ রায় দেন।  

বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ কে এম হাসান ফারুক (রুমী) এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি নেতা এনামুল হক মিশাম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মিশাম ফিডস লিমিটেড মানি অ্যান্ড ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট র্কমর্কতা পদে কর্মরত ছিলেন।

 

ওই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণা অভিযোগ এনে ২০১৬ সালের ২৪ এপ্রিল প্রতিষ্ঠানের পরিচালক মিলন ইসলাম খান বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘন্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।