ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গলাবাজি না করে পদত্যাগ করুন: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
গলাবাজি না করে পদত্যাগ করুন: ফখরুল

ঢাকা: সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে জড়িত এটা গত কয়েকদিনের অভিযানে প্রমাণ হয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর গলাবাজি না করে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হওয়ার কারণে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচন দিয়ে জনগণকে মুক্তি দিন। 

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, দেশে এখন একটাই আলোচনা ক্যাসিনো।

এ ক্যাসিনো অর্থ জুয়া। এটা আওয়ামী লীগ সরকারের সময় প্রচণ্ড রকম বেড়ে গেছে। যুবলীগের সভাপতি এ বিষয়ে সবার চেয়ে বেশি কথা বলছেন। তিনি এটা স্বীকারও করেছেন। আমরা এ বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছি। এ সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। পদ্মাসেতু,  মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সব জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি।        

দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর টিভি টকশোতে দেওয়া বক্তব্য সংসদীয় ভাষা ছিল দাবি করে তিনি বলেন, দুদু সাহেব কাউকে হুমকি-ধামকি দেননি। তিনি দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তারপরও তার বাড়িতে হামলা করা হয়েছে। এতে আওয়ামী সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৭ মাসের মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তার বোন শুক্রবার (২০ সেপ্টেম্বর) দেখা করে এসে বলেছেন, তিনি অত্যন্ত অসুস্থ। তাকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে জামিন দেওয়া হচ্ছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।  

সুষ্ঠুভাবে ছাত্রদলের কাউন্সিল সম্পন্ন হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ধন্যবাদ জানান ফখরুল।  

এর আগে স্থায়ী কমিটির বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।