ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্নীতিবাজদের ঠিকানা হবে খালেদার পাশে: ইনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
দুর্নীতিবাজদের ঠিকানা হবে খালেদার পাশে: ইনু সমাবেশে বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু। ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যে রঙের জার্সিই গায়ে থাকুক না কেন, কোনো দুর্নীতিবাজকে রেহাই দেওয়া হবে না। আর তাদের সবার জায়গা হবে খালেদার পাশের কারাগারে।

মঙ্গলবার( ২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়ার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।  

ইনু বলেন, শেখ হাসিনার উন্নয়নের ট্রেনে ঢুকে পড়া দুর্নীতির ভূতদের ধ্বংস করতে হবে।

সেই সঙ্গে পুলিশের ভেতরে ঘাপটি মেরে থাকা কালো বিড়ালদের তাড়াতে হবে। উন্নয়নের ট্রেনে কোনো দুর্নীতিবাজের জায়গা নেই। পুলিশ প্রশাসনের দায়িত্ব উন্নয়নের ট্রেন থেকে দুর্নীতিবাজদের ধরে কারাগারে পাঠানো।

তিনি বলেন, খেয়াল রাখতে হবে, দুর্নীতিবাজরা যেন পালিয়ে সাজাপ্রাপ্ত তারেকের কাছে পৌঁছাতে না পারে। রাজনৈতিক দলের কিছু নেতা ও পুলিশ প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা অশুভ সংযোগে দুর্নীতিবাজরা শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করছে। এই অশুভ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।  

এসময় পুলিশকে দল বা মুখ না দেখে অপরাধ দমনে কঠোর, মাদক-দুর্নীতি থেকে দূরে থাকা ও নির্যাতনের বদলে জনগণের সেবক হওয়ার আহ্বান জানান সাবেক এ তথ্যমন্ত্রী।  

ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. হাবিবুর রহমান শওকত প্রমুখ।  

সমাবেশ শেষে জাসদের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি তুলে দেন।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
আরকেআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।