ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির রাজশাহীর সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বিএনপির রাজশাহীর সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ লিফলেট বিতরণকালে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আগামী ২৯ সেপ্টেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ। যদিও সেখানে সমাবেশের অনুমতি এখনো মেলেনি। এরপরও দিনক্ষণ ঠিক রেখে ওই সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। সমাবেশকে ঘিরে কেন্দ্রীয় অনেক নেতা বর্তমানে রাজশাহীতে অবস্থান করছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের নিউমার্কেট এলাকায় প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্যও রাখেন বিএনপি নেতারা।

পথসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

পথসভায় মিজানুর রহমান মিনু বলেন, আগামী ২৯ তারিখের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যতই বাধা দেওয়া হোক, সমাবেশে সফল হবেই। কেবল নেতাকর্মী নয়, জনগণও উপস্থিত থাকবেন।

মিনু বলেন, এ সমাবেশ কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পতনের সমাবেশ। এ সমাবেশ শান্তিপূর্ণভাবে করার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশ সফল হবেই।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।