ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে আজ উন্নয়নের নামে হরিলুট চলছে: মেনন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
দেশে আজ উন্নয়নের নামে হরিলুট চলছে: মেনন

পিরোজপুর: দেশে এখন উন্নয়নের নামে হরিলুট চলছে মন্তব্য করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মাদকে বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু মূল হোতাদের না ধরলে কোনো দিনই দেশ থেকে মাদক নির্মূল সম্ভব হবে না।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

সাবেক এ মন্ত্রী বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে  দেশের ছয় লাখ মানুষ মারা যায়।

তখনকার সরকার সে কথা স্বীকার করেনি। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষকের
শতভাগ অবদান।  

এ সময় মেনন আরও বলেন, স্বাধীনতার আগে বন্ধবন্ধু যে কথা বলেছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার ৪৮ বছর পরেও সমতাভিত্তিক সমাজ গড়া যায়নি। মানুষের মধ্যে বৈষম্য হানাহানি চলছে। ২০১৪ সালে সংবিধানের মূল চার নীতি ফিরিয়ে আনলেও এখনো সমতা আসেনি।

গত ১০ বছরে  নয় লাখ হাজার কোটি টাকা বিদেশে  পাচার হয়েছে উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ওই টাকা দিয়ে দেশে দু’টি বাজেট দেওয়া যেত। দেশের সব সম্পদ মাত্র দুই ভাগ লোকের কাছে রয়েছে।  

এসময় তিনি আরো বলেন, ৪২০ জনকে ক্রসফায়ারে মারা হলো। কিন্তু মাদককে নির্মূল করা যায়নি। মাদকের গডফাদারকে এমপি নমিনেশন দেওয়া হয়েছিল। যুবকেরা চাকরির না পেয়ে হতাশ হয়ে ইয়াবায় ডুব দিয়েছে।

পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খান মো. রুস্তম আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল হক, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রতন চক্রবর্তী, জাসদ (ইনু) জেলা শাখার সভাপতি চিত্ত রঞ্জন বিশ্বাস, জাসদ (আম্বিয়া) জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার, ওয়ার্কার্স পার্টির ভান্ডারিয়া উপজেলার শাখার সভাপতি আবুল কালাম হাওলাদার ও মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

দুপুরে জাতীয় সংগীত গেয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েকশ নেতা কর্মী মিছিল করে যোগ দেন। এসময় জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা নানা ধরনের স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।