ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুরের নির্বাচনী প্রচারণায় ভ্যান থেকে পড়ে মির্জা ফখরুল আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
রংপুরের নির্বাচনী প্রচারণায় ভ্যান থেকে পড়ে মির্জা ফখরুল আহত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রংপুর: রংপুর-৩ (সদর) উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমানের পক্ষে প্রচারণায় গিয়ে পিকআপ ভ্যান থেকে পড়ে আহত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় একটি  বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। 

সোমবার (৩০ সেপ্টেম্বর ) বিকেলে রংপুরের পায়রা চত্বরে নির্বাচনী পথসভা শেষে এ দুর্ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলে রংপুরের পায়রা চত্বরে পথসভা শেষে প্রচারণার পিকআপ ভ্যান হঠাৎ ব্রেক করলে তিনি পড়ে গিয়ে আহত হন।

এ সময় তার হাত থেকে রক্ত বের হয় এবং সুগার লেভেল কমে যায়। পরে স্থানীয় প্রাইম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হন।

উল্লেখ্য, রংপুর-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শুন্য এ আসনে আগামী ৫ অক্টোবর উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারো এখানকার ১৭৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন ভোটাররা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।