ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সম্রাটের কার্যালয়ে টর্চার সেল, মতের বাইরে গেলে নির্যাতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
সম্রাটের কার্যালয়ে টর্চার সেল, মতের বাইরে গেলে নির্যাতন সম্রাটের কার্যালয় থেকে উদ্ধার মাদক/ছবি- শাকিল

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের কার্যালয়ে টর্চার সেল পাওয়া গেছে। নিজের মতের বাইরে গেলেই কার্যালয়ে এনে দলীয় নেতাকর্মীদের টর্চার করতেন তিনি।

এছাড়াও ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের কাছে চাঁদা না পেলে কার্যালয়ে এনে নির্যাতন চালাতেন।  

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘ক্যাসিনো সম্রাট’ ইসমাইল চৌধুরী সম্রাটের কার্যালয় থেকে বেশ কয়েকটি ইলেকট্রনিক টর্চার মেশিন উদ্ধার করা হয়েছে। যেগুলো দিয়ে নিয়মিত ইলেকট্রিক শক দিয়ে মানুষকে নির্যাতন করা হতো। সম্রাটের কার্যালয়ের পুরো ভবনজুড়ে এরকম অনেক টর্চার সেল পাওয়া গেছে।  

তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি র‌্যাব কর্মকর্তারা।

এর আগে সম্রাটের কার্যালয় থেকে ১১০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশি মদ, কয়েকটি ইলেক্ট্রিক টর্চার মেশিন, চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯ 
টিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।