ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বিএনপি: নাসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বিএনপি: নাসিম বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের  মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ইতোমধ্যে জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবিও মেনে নিয়েছে বুয়েট প্রশাসন। অথচ বিএনপি এ হত্যাকাণ্ড নিয়ে উস্কানীমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। 

শনিবার (১২ অক্টোবর) সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের মুলিবাড়িতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।  

তিনি বলেন, বিএনপি বরাবরই নেতিবাচক রাজনীতির সঙ্গে জড়িত।

 প্রধানমন্ত্রীর ভারত সফর ও চুক্তি নিয়েও মিথ্যাচার করছে তারা।  ক্ষমতায় থাকাকালে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অনেক চুক্তি করেছে। বঙ্গবন্ধু কন্যা একমাত্র রাষ্ট্র নায়ক যিনি দেশের স্বার্থ বিকিয়ে কোনো চুক্তি করতে পারেন না।

এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।