সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাকসুর ভিপি নুরকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছাত্রলীগের দানবীয় সন্ত্রাস-দুর্নীতি অতীতে দেশের সর্বনাশ ডেকে এনেছিল, এখন আবার সেই আশঙ্কা সৃষ্টি করেছে।
ডাকসুর ভিপির ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, এর দায় একদিকে যেমন সরকার ও ক্ষমতাসীনদের তেমনি তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও।
এসব দুর্বৃত্তের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দাবি জানান সেলিম।
এর আগে রোববার (২২ ডিসেম্বর) ডাকসু কার্যালয়ের অভ্যন্তরে গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত ভিপি নুরুল হক নুর, ফারাবী ও অন্যদের স্বাস্থ্যের খোঁজখবর নেন মুজাহিদুল ইসলাম সেলিম।
এসময় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরকেআর/এইচএডি/