ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তিনদফা দাবিতে উপাচার্যকে জাবি ছাত্রলীগের স্মারকলিপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
তিনদফা দাবিতে উপাচার্যকে জাবি ছাত্রলীগের স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): রাস্তা মেরামত, পর্যাপ্ত লাইটিংসহ তিনদফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেন তারা।

তিনদফা দাবি হলো- অনতিবিলম্বে ক্যাম্পাসের ভাঙা রাস্তা মেরামত, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে শতভাগ লাইটিং নিশ্চিত করা ও যততত্র পার্কিং নিষিদ্ধ করে পরিবহন ব্যবস্থায় শৃংখলা ফিরিয়ে আনা।

এছাড়া স্মারকলিপিতে জাবি শাখা ছাত্রলীগকে গতিশীল করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বায়েজিদ রানা, মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল, তারেক হাসান, পংকজ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।