ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় কোচিং সেন্টার থেকে ৯ শিবিরকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
বগুড়ায় কোচিং সেন্টার থেকে ৯ শিবিরকর্মী আটক

বগুড়া: বগুড়ায় ইসলামী ছাত্র শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে নয় শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ৮টার দিকে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা গেছে, বগুড়া শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে রেটিনা কোচিং সেন্টারে শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছিলেন।

এমন সংবাদ পেয়ে পুলিশ কোচিং সেন্টারটিতে অভিযান চালায়। পরে সেখান থেকে এক আইনজীবীসহ নয় জনকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

সদর থানা পরিদর্শক (ওসি তদন্ত) আর. কে. বি রেজা বাংলানিউজকে জানান, রেটিনা কোচিং সেন্টারে কোরআন শিক্ষার নামে শিবিরের গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
কেইউএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।